কিশোরগঞ্জে শহীদ পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শহীদ ও আহত পরিবারের খোঁজ খবর এবং দোয়ার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা।

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলায় শহীদ ও আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সদস্য মাহমুদুর রহমান মাহমুদ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম।

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সভাপতি আমিরুল ইসলাম সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন