শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করিয়েছেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নতুন করে দায়িত্ব পাওয়া আরো চারজন উপদেষ্টা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রাথমিকভাব এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হয়ে এখন ২১ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেছেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ১১ আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।