চট্টগ্রামে নির্মাণাধীন স্কুলভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) পরিচালিত নির্মাণাধীন এক বিদ্যালয়ের ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নগরের কোরবানীগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় হাসান লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, নির্মাণাধীন বিদ্যালয় ভবনটিতে হৃদয় হাসান নামে ওই শ্রমিক কাজ করছিলেন। সেসময় অসাবধানতাবসত বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শ করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় হৃদয় হাসানকে বাঁচাতে এগিয়ে আসা তার তিন সহকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।