রংপুরে বন্যার্তদের জন্য শিক্ষার্থীদের গণত্রাণ কার্যক্রম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে বন্যার্তদের জন্য শিক্ষার্থীদের গণত্রাণ কার্যক্রম

রংপুরে বন্যার্তদের জন্য শিক্ষার্থীদের গণত্রাণ কার্যক্রম

দেশের বন্যার্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ করেছে রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে শহরের সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী অর্থ ও বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের টাউন হলের সামনে গণত্রাণ কর্মসূচি পালন করা হয়। 

বিজ্ঞাপন

এসময়ে দেখা, শিক্ষার্থীরা টাউন হলের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে আছেন।এতে শহরের সাধারণ মানুষ নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা করছেন। এতে কেউ শুকনো খাবার, শিশুদের খাবার, স্যানেটারি ন্যাপকিন, সাবান, পানিসহ বিভিন্ন পণ্য দিচ্ছেন। অনেকে নগদ অর্থ দিতে সহায়তা করছেন, শিক্ষার্থীরা সেই অর্থের পরিমাণ খাতায় লিখছেন।

শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে সহায়তা করতে উৎসাহ দিচ্ছেন। 

বিজ্ঞাপন

শহরের লালবাগ এলাকার রিকশা চালাক হাসান আলী বার্তা২৪.কম-কে বলেন, আমি রাস্তা দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলাম।এসময়ে দেখলাম শিক্ষার্থীরা এখানে চেয়ার টেবিল নিয়ে বসেছে। এগিয়ে এসে দেখি ফেনীতে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য সহায়তা করতে টাকা তুলছে। এখানে কিছু সহায়তা করলাম।ছাত্র-ছাত্রীদের এমন কাজটি আমাকে ভালো লেগেছে। 

শহরের আরেক বাসিন্দা মুক্তা বেগম বার্তা২৪.কম-কে বলেন, আমি ফেসবুকে দেখলাম এখানে শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তা করার জন্য এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আমার বাসায় বিস্কিটের প্যাকেট আনা ছিল। আমি সেগুলো নিয়ে এসে বন্যার্তদের জন্য দিলাম। 

সমন্বয়কারী শিক্ষার্থী রাজিমুজ্জামান হৃদয় বার্তা২৪.কম-কে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দেন। আমরা সেই ঘোষণা অনুযায়ী রংপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টাউনহল চত্বরকে বেছে নেই। এই উদ্যোগে রংপুরের মানুষ স্বতস্ফুতভাবে তাদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ শুকনো খাবার, কেউ পানি, কেউ টাকা দিচ্ছেন। আমরা এগুলো টাউনহলের ভিতরে আপাতত সংরক্ষণ করছি। এগুলো বন্যা কবলিত এলাকায় পাঠানো হবে।

গণত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।