পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: নিহত রমজান আলী/সংগৃহীত

ছবি: নিহত রমজান আলী/সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্টে রমজান আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডে হালদার পাড় গলা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রমজান আলী ওই এলাকার সামশু মেম্বার বাড়ির মৃত আলী হামজার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিফাত বলেন, বন্যা পরবর্তী পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।

উল্লেখ্য, ফটিকছড়িতে ভয়াবহ বন্যার সৃ্ষ্টি হলে বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।