স্বনামধন্য একটি আন্তর্জাতিক হোটেলের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদ
দেশের কয়েকটি গণমাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন ও ঢাকার প্রাচীনতম পাঁচ-তারকা হোটেলের বিরুদ্ধে কিছু প্রতিবেদন উঠে এসেছে।
হোটেলের সাবেক কর্মচারীদের কোন এক কথিত গোষ্ঠী এসব প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলো সরবরাহ করেছে, যারা দেশের বর্তমান পরিস্থিতিকে নিজেদের সুবিধায় ব্যবহারের চেষ্টা করছে এবং হোটেলের সামনে প্রতিবাদ মিছিল করে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত করে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।
এর ধারাবাহিকতায়, কয়েকটি গণমাধ্যম হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত বিভিন্ন মিথ্যা অভিযোগ কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম-সচিব) এস, এম, তরিকুল ইসলাম বলেন, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে আমি অভিযোগকারী ব্যক্তিদের এ ধরনের অনৈতিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এসব সাবেক কর্মচারীদের মধ্যেই কিছু ব্যক্তি যারা পূর্ববর্তী শাসনের সাথে বিভিন্নভাবে জড়িত ছিল, তাদের দ্বারা এই ঘটনাগুলো প্ররোচিত হচ্ছে এবং তারা এর আগেও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে পুনর্বহালের জন্য হোটেল ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেছে। অতঃপর বিষয়গুলো তারা বারবার অস্বীকারও করেছে। আমি আনিত অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ও হোটেলের কর্মচারীরা এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন এবং এসব সাবেক কর্মচারীদের হুমকি থেকে স্টাফ, দেশি-বিদেশি অতিথি এবং হোটেলের সম্পত্তি রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থা ও হোটেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এসব বিষয়ে কেবলমাত্র সঠিকভাবে যাচাইকৃত সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানানো যাচ্ছে।