সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বালিয়াকান্দির ব্যারিস্টার মানিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বালিয়াকান্দির ব্যারিস্টার মানিক

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বালিয়াকান্দির ব্যারিস্টার মানিক

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দির সন্তান ব্যারিস্টার কাজী রহমান মানিক। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের বালিযাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি আব্দুল হাদী ও ফিরোজা বেগমের বড় ছেলে।

বুধবার (২৮ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।

বিজ্ঞাপন

ব্যারিস্টার কাজী রহমান মানিক ১৯৮৬ সালে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। এরপর তিনি ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে প্রথমবার এলএলবি (অনার্স) ও একই বিষয়ের ওপর তিনি দ্বিতীয়বারের মতো ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন থেকে ডবল কোর্সটি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ঢাকা থেকে এলএলএম করেছেন।

ব্যারিস্টার কাজী রহমান মানিক বার্তা২৪.কমকে জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও তিনি চেষ্টা করেছেন নিজের পেশার প্রতি শ্রদ্ধাশীল থাকার। আগামীতেও তিনি এই ধারা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

কোনো নির্যাতিত মানুষই যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয় সেই দিকটা বিবেচনায় রাখা হবে জানিয়ে তিনি আরও বলেন, সমাজের অবহেলিত অসহায় মানুষের জন্য তার দরজা খোলা থাকবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের শিকার যারা হচ্ছেন তাদের পাশে থাকবেন তিনি।