হালুয়াঘাটের সাবেক দুই এমপিসহ ৯৮ জনের নামে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১ আসনের আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ৯৮ জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আব্দুল সাত্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, ময়মনসিংহ-১ আসনের সদ্য সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং, হালুয়াঘাট পৌর সভার সাবেক মেয়র খায়রুল আলম ভূঞাসহ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় সাধারণ ছাত্রদের সাথে বিক্ষোভে যোগ দেন বাদীর ছেলে মনিরুল হাসান পিয়াস। এ সময় আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভে বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় আন্দোলনরতদের লক্ষ করে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এসময় পিয়াসসহ আরও ২ থেকে ৩ জনের ওপর আক্রমন করে। এতে গুরুতর আহত হয় পিয়াস। পরে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্নকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মামলার পর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।