গুলিবিদ্ধ রাসেলের চিকিৎসা ব্যয় নিয়ে শঙ্কায় পরিবার

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা পালানোর পর আনন্দ মিছিলে এসে গুলিবিদ্ধ হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রতিবন্ধী কর্মী মো: রাসেল।

আহত রাসেল কে তৎক্ষণাৎ শিক্ষার্থীরা নিয়ে যান নিটোর এর জরুরী বিভাগে, সেখানে গুলি বের করানোর পর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা আবারো নিটোর এর ফেরত পাঠালে সর্বশেষ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইন্সটিটিউটে অপারেশন সম্পন্ন হয় রাসেল এর।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান রাসেল এর মূত্রনালী ও রেকটাম এর কিছু অংশ ছিড়ে গেছে। প্রাথমিক অপারেশন এর পর ক্ষত স্থান শুকালে আবার তিন মাস পরে আবারো অপারেশন হবে তার। অপারেশন সহ হাসপাতালের যাবতীয় খরচ সরকারিভাবে বহন করা হলেও ওষুধ পথ্যের খরচের ভার এসে পড়েছে মা মোসাঃ রত্না খাতুনের ওপর। ইতোমধ্যে ২৫ হাজার টাকা খরচ হয়ে গেছে তাদের।

বর্তমানে মা এর সাথে জনতা হাউজিং এর একটি ভাড়া বাসায় আছেন মো রাসেল ও তার মা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মনিটরিং টিম সার্বক্ষণিক তার সহযোগিতা করছে এবং চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করেছে বলেও জানিয়েছেন মো রাসেল এর মামা আবু মুসা। তবে এখনো অনেক টাকার ওষুধ কেনা লাগবে এবং আরও একটা অপারেশন করতে হবে বলে দুশ্চিন্তায় রাসেল এর পরিবারের লোকজন।

বিজ্ঞাপন