শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যৌথ আলোচনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট, ছবি: বার্তা২৪.কম

সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট, ছবি: বার্তা২৪.কম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী। ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা ১২টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

গাজী শামীমুর রহমান বার্তা২৪.কমকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলমান। তারা সড়ক অবরোধ করে রেখেছে এখনও। সেনাবাহিনী এসেছে। আমাদের ডিসি স্যার এসেছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে হয়তো তারা সড়কের অবস্থান ছাড়তে পারে। তারা সড়কের অবস্থান ছাড়লে আমরা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করবো।

বিজ্ঞাপন

এদিকে এর আগে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে সড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন।

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে রাস্তায়।