২০ দিনেও উদ্ধার হয়নি বিদ্যালয়ের চুরি হওয়া বেঞ্চ-টেবিল

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়/ছবি: বার্তা২৪.কম

ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে রহস্যজনকভাবে ১০ জোড়া বেঞ্চ ও ৩টি টেবিল চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় গত ২১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। কিন্ত ঘটনার ২০ দিন পার হলেও সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বেঞ্চ-টেবিল উদ্ধার কিংবা চুরির ঘটনায় জড়িদের ধরতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে ২০ আগস্ট রাতের কোন এক সময়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বেঞ্চ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণিকক্ষে পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টেবিল রাখা ছিল। গত ২০ আগস্ট বিদ্যালয়ের পাঠদান শেষে শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা বাড়ি চলে যান। পরের দিন শিক্ষকরা ২১ আগস্ট বিদ্যালয়ে এসে তালাবদ্ধ শ্রেণিকক্ষ খুলে দেখেন বেঞ্চ-টেবিলগুলো নেই। পরে ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালাম গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের জন্য স্কুলে নতুন বেঞ্চ-টেবিল আসায় পুরানো ১০ জোড়া বেঞ্চ ও ৩ টি টেবিল তালাবদ্ধ করে একটি শ্রেণিকক্ষে রাখা হয়। ধারণা করছি অপরাধীরা কৌশলে তালা খুলে বেঞ্চ-টেবিল নিয়ে আবার শ্রেণিকক্ষটি তালাবদ্ধ করে রেখে গেছে। ওইদিন বিদ্যালয়ের আর অন্যকিছু আর চুরি হয়নি। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এসেছিল। কিন্ত এখন পর্যন্ত বেঞ্চ-টেবিল উদ্ধার করতে পারেনি পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেস, বেঞ্চ-টেবিল চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিয়েছেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করার পাশাপাশি চুরি যাওয়া বেঞ্চ-টেবিল উদ্ধার ও জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।