দাবি মেনে নেওয়ার আশ্বাস, সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সড়কের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

সড়কের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

ছয় দফা দাবিতে দিনভর আন্দোলনরতদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়কের অবরোধ ছেড়ে দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিকেল ৬ টায় সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করেছে তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন কারিগারি শিক্ষা অধিদফতরের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। শিক্ষকদের সাথে সচিবের আলোচনা চলছে। এরপরই পূর্ণাঙ্গ ঘোষণা আসবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করাসহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর মগবাজার, তেজগাঁও ও মহাখালী এলাকায় যানজট দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের ছয় দফার মধ্যে- এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে কতিপয় বিষয় অন্তর্ভুক্ত। 

বিজ্ঞাপন