দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকর্মী আহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় সিলেটে দুই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী আহত হয়েছেন । রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বনকলাপাড়ার ভেতরের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সদস্য রুমেল আহমদ। তাদের বাড়ি বনকলাপাড়ার লাল-সবুজ আবাসিক এলাকায়।

বিজ্ঞাপন

মনজুরের হাত বিচ্ছিন্ন করা হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রুমেলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনজুরকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান বলেন, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করেছে। ঘটনাটি আমরা বিভিন্নভাবে তদন্ত করছি।

তিনি বলেন, এখনো ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ দায়ের করা হয়নি। তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। ভিকটিমের চিকিৎসার একটা পর্যায় এলে আমাদের কাছে আসবেন।

মনজুর আগে থেকে কিছুটা ভালো আছেন বলে জানিয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে। আর অপরজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।