পীরগাছায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ

  • Iftekhar Shimul
  • |
  • Font increase
  • Font Decrease

মামলা প্রত্যাহারের দাবিতে দোকানাপাট বন্ধ, ছবি: বার্তা২৪.কম

মামলা প্রত্যাহারের দাবিতে দোকানাপাট বন্ধ, ছবি: বার্তা২৪.কম

রংপুরে পীরগাছায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে হরতালের ডাক দিলেও ধর্মঘট কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী সমিতি।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬ টা দুপুর ১টা পর্যন্ত পীরগাছার সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির সভাপতি রাঙ্গার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এই উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিলের নামে কিছু মানুষ উপজেলা শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করে। তাদের এই অপচেষ্টাকে রুখে দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ও পীরগাছা ব্যবসায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। কিন্তু গত ৭ সেপ্টেম্বর ছাত্র জনতার বিজয় মিছিলে হামলা ও গুলিবর্ষণের এর মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয় রাঙ্গার বিরুদ্ধে। রাঙ্গার ব্যক্তিগত ইমেজকে ক্ষুন্ন করতে এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

এর আগে গতকাল রবিবার বিক্ষোভ করে রাঙ্গার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আধাবেলা দোকানপাট বন্ধের কর্মসূচি ঘোষণা করেন তারা।

বিজ্ঞাপন

পীরগাছা ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান টিটু বলেন,পীরগাছা ব্যবসায়ী সমিতির সভাপতি রাঙ্গা। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের ব্যবসায়ীদের পাশে ছিলেন। তাকে লক্ষ্য করে সেখানে তারা ভাঙচুরের নামে লুটপাটের পরিকল্পনাও করেছিলো। সেটিতে বাঁধা দিয়েছিলো আমাদের সভাপতি। তাই তাকে দমিয়ে রাখতে তার নামে এ মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই তার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।