পরিবেশ সুরক্ষায় ব্যবসায়ী ও শিল্প মালিকদের ভূমিকা রাখতে হবে: রিজওয়ানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান/ছবি: বার্তা২৪.কম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান/ছবি: বার্তা২৪.কম

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নে ও পরিবেশ সুরক্ষায় ব্যবসায়ী, শিল্পমালিকসহ ব্রান্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে "সাসটেইনবিলিটি সামিট ২০২৪" ইনটেলিয়ার ও দ্যা ডেইলিস্টারের সহযোগিতায় আয়োজিত আকিজবসির গ্রুপ বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবেশ ও অর্থনৈতিক টেকসই পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। এসডিজি লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখা কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করায় অন্যরাও উৎসাহিত হবে।

আয়োজনের জন্য বিবিএফকে ধন্যবাদ জানিয়ে সরকার এবং বেসরকারি শিল্প মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে একত্রে দেশের পরিবেশ বাসযোগ্য করতে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

এসময় পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে না পারি, তাহলে সকল উন্নয়ন টেকসই হবে না। তিনি কর্পোরেট দায়িত্ব ও টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আয়োজনে তিনটি প্যানেলে আলোচনা করেন বক্তারা সেখানে বক্তব্য রাখেন আকিজবসির গ্রুপের চেয়ারম্যান বসিরউদ্দিন আহমদ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এশিয়া মার্কেটিং ফেডারেশন এর সভাপতি ড.সৈয়দ ফেরহাত আনোয়ার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক ড. এ.কে. এনামুল হক, ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের ইএসজি অফিসার লোপা রহমান, এসি আই লজিস্টিকস লিমিটেড (সপ্ন) এর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হোসেন নাসির প্রমুখ।

আলোচনা শেষে টেকসই উন্নয়নে ভূমিকা রাখা সংগঠনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে এসডিজি ব্রান্ড চ্যাম্পিয়ন এওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি প্রদান করা হয়।