সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ভাংচুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ/ছবি: বার্তা২৪.কম

ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ/ছবি: বার্তা২৪.কম

সিলেটের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিটি সুপার মার্কেটের সামনে অটোরিকশা (সিএনজি) পার্কিং করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ১৫-২০টি অটোরিকশাসহ প্রাইভেটকার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে মার্কেটের সামনে অবৈধভাবে পার্কিংয়ের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হয়।

অপরদিকে শ্রমিকদের দাবি, বিনা কারণে ব্যবসায়ীরা তাদের গাড়ি ভাঙচুর করেছে।

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দরবাজার এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-প্রসিকিউশন) বি.এম.আশরাফ উল্যাহ তাহের ঘটনাস্থলে এসেছেন।

এছাড়াও এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।