আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের শিশু সন্তানসহ স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার ভাদাইল এম এ হাসান বাচ্চুর মালিকানাধীন ভবনের চতুর্থতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বাড়ির মালিক এম এ হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) ও তাদের মেয়ে জান্নাতি (৫)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বাচ্চুর ছেলে হিমেল (১৮)।

স্থানীয়রা জানায়, নিহত বাচ্চু মিয়া এনজিও ব্যবসায়ী ছিলেন। তিনি এর আগেও বিয়ে করেছিলেন। সেই বউ তাকে ফেলে চলে গেলে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় ঘরে তার ৫ বছর বয়সী এক সন্তান ছিল। গতকাল রাতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। আজ সকালে তাদের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা বাচ্চু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী ও সন্তান তখনও বেঁচে ছিল। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান। নিহত বাচ্চুর পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল দশটার দিকে বাচ্চুর স্ত্রী তার মেয়েকে স্কুলে থেকে নিয়ে এসে দরজা লাগিয়ে দেন। এরপর দুপুরে তার ছেলে হিমেলের চিৎকারে ভবনের চার তালা থেকে দগ্ধ অবস্থায় স্বপ্না, জান্নাতি ও হিমেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হয়। পরে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না ও জান্নাতিকে মৃত ঘোষণা করে। আহত হিমেলকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে কোন ঝামেলা হয়েছিলো মনে হচ্ছে। যে কারণে কক্ষের ভিতরে তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখম দেখেছি।

বাচ্চুর ছোট বোন হেনা বেগম বলেন, স্বপ্না বেগম বাচ্চুর তৃতীয় স্ত্রী। হিমেলের মা প্রথম স্ত্রী অনেক আগেই চলে গেছে। দ্বিতীয় স্ত্রী মিমাংসা করে আলাদা হয়ে যায়। সে ঘরে একটি মেয়ে রয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমরা শুনেছি তিনটি লাশ একটি বাড়িতে আছে। পুলিশ যাচ্ছে । বিস্তারিত পরে জানানো হবে।