জেলা প্রশাসক ও সচিব নিয়োগে সরকারকে ছলা-কলা বাদ দিয়ে স্বচ্ছভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন এবিপার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ, জনপ্রশাসনে অস্থিরতা নিরসন ও প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে অভিমত’ জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, আমলাতন্ত্রের দক্ষতা নিয়ে এমনিতেই আমাদের প্রশ্ন আছে। আমলাতন্ত্র বিগত স্বৈরশাসনকে দূষণে পরিণত করেছেন এটা প্রকাশ করার মতো না। তাই আমরা বলছি, নানা ধরনের ছলা-কলা বাদ দিয়ে ট্রান্সপারেন্ট ওয়েটে আমাদের কাজগুলো করতে হবে।
৮ জন ডিসিকে প্রত্যাহার করা নিয়ে দলটির সদস্যসচিব বলেন, আপনি একজনকে উপসচিব করেছেন তিনি যদি একজন জেলা প্রশাসক না হতে পারেন তাহলে তার যোগ্যতা নিয়ে তো আমাদের প্রশ্ন আসবে। তাহলে এতো এতো উপ-সচিব, যুগ্ম সচিব, সিনিয় সচিব সবার ব্যাপারেই প্রশ্ন উঠবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, এই যে প্রশ্ন উঠল, যিনি এতদিন ঢাকায় উপ-সচিব হিসেবে কাজ করেছেন, সরকারের সুবিধা ভোগ করেছেন, বিভিন্ন অপকর্মে সহযোগিতা করেছেন, তারা বিভিন্ন জনের পিএস হিসেবে ছিলেন, কারো কারো অ্যাকাউন্টে শত কোটি টাকা পাওয়ার কথা শোনা গেছে, তাহলে তাদেরকে যে ডিসি হিসেবে দিয়েছে... একটা ঘটনাও যদি ঘটে তাহলে এতোদিন ধরে আপনি কি যাচাই বাছাই করলেন? তাই আমরা বলছি, এসব বিষয় নিয়ে উঠার সুযোগ আছে, এগুলো নিয়ে যেন কাজ করা হয়।
কমিশনের প্রস্তাবিত নাম বাস্তবসম্মত হয়েছে উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণে যে কমিশন গঠন করা হয়েছে, সে কমিশনে যে ৬ জনের নাম প্রস্তাব করা হয়েছে এটা নিয়ে আমরা খুশি।
ইতোমধ্যে সংবিধান সংস্কারে অনেকগুলো জায়গায় কাজ হয়েছে উল্লেখ করে এবিপার্টির সদস্যসচিব বলেন, আমরা আগেই বলেছিলাম আমাদের সমাজের যারা দীর্ঘ দিন কাজ করছেন তাদের রাষ্ট্রের কাজে লাগাতে হবে। তবে দেরিতে হলেও সেটা করা হয়েছে। এখন আমরা চাই, তাদের কাজ করতে যেনো বেশি দেরি না হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই যেনো রিপোর্ট দিতে কাজ করতে পারেন।
আওয়ামী লীগ সরকারের গণহত্যা নিয়ে তিনি বলেন, আমরা এই বিষয়ে দুটি হড় পদক্ষেপ নিয়েছি, এর মধ্যে একটি হচ্ছে জাতিসংঘের সহযোগিতা নিয়ে এই গণহত্যার বিচার করার পদক্ষে নেয়া হয়েছে। এই গণহত্যায় যারা সক্রিয় ভাবে অংশ নিয়েছে, সহযোগিতা করেছে এই নিয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। আর আমরা সবাইকে আহবান করবো, সবার কাছে যে প্রমাণ আছে তা যেনো সরকারকে দিয়ে সবাই সহযোগিতা করেন।