মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানির মালিক গ্রেফতার
মালয়েশিয়ায় দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি কোম্পানির এক মালিক। তবে তার পরিচয় জানায়নি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। সম্প্রতি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি "বিশেষ কাউন্টার" এর মাধ্যমে বিদেশিদের ইমিগ্রেশন পার করার একটি সিন্ডিকেটের খোঁজ পাওয়া যায়। এই বাংলাদেশি কোম্পানিটিও ওই ইমিগ্রেশন কর্মকর্তাদের ঘুষ প্রদানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে এমএসিসি।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অপারেশন পাম্প পরিচালনার সময় ৪০ বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এই সিন্ডিকেটটি মালয়েশিয়ার বিমানবন্দরের একটি নির্দিষ্ট কাউন্টার দিয়ে বিদেশিদের পার করতেন। এই কাজে জড়িত ছিল কয়েকটি এজেন্সি। প্রতিজন প্রবেশের জন্য ইমিগ্রেশন কর্মকর্তাদের ২০০ রিঙ্গিত বা ৪ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার রিঙ্গিত বা ৫ লাখ টাকা প্রদান করতেন।
"অভিবাসন আইন ১৯৫৬/৬৩ (ধারা ১৫৫) এর অধীনে এই অপরাধের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পুত্রজায়া নির্বাহী আদালতে এমএসিসি একটি আবেদন করার পর সন্দেহভাজন ব্যক্তিকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের তদন্ত বিভাগের পরিচালক দাতুক জয়নুল দারুস দুর্নীতির অভিযোগে সন্দেহভাজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।