ষড়যন্ত্র মোকাবিলায় সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুনুল হকের
ছাত্র-জনতার অভ্যুথান পরবর্তী ষড়যন্ত্রকে মোকাবেলায় সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মামুনুল হক।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্ত্বরের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
গণসমাবেশে মামুনুল হক বলেন, আমাদের গণঅভ্যুথানের আগের সুদৃঢ় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে। বিরোধী সকল দলগুলো-যারা বিগত ১৫ বছর শেখ হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ বাংলাদেশ ও অধিকার পরিষদ সহ সকলের প্রতি আমার উদাত্ত আহবান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে নিরাপদ ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী রাজনীতি করেছে। পর্দার অন্তরালের শেখ হাসিনার ষড়যন্ত্রকারীরা বসে নেই। বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের জাল বুনছে। বাংলাদেশ ধ্বংসের পায়তারা তারা বন্ধ করে নাই।
বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলার আহবায়ক আলহাজ্ব মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও খেলাফত মজলিসের বায়তুল মালের সহ সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইমাম ওলামা পরিষদেরর সভাপতি ও মুন্সিপাড়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল বাসেত, ইমাম ওলামা পরিষদের সভাপতি মাহমুদুল হাসান, আলফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ, খেলাফত মজলিস গাইবান্ধার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাদুল্লাপুরের মোলং বাজার হামিউসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রবিউল ইসলাম ও সুন্দরগঞ্জের খেলাফত যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম।
সমাবেশের সার্বিক তত্বাবধায়নে ছিলেন গণ সমাবেশ এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মানসুরুর রহমান।