বাবা হত্যার বিচার চাইলেন নিজামীপুত্র মোমেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

দীর্ঘ আট বছর পর বাবার কবর জিয়ারত করেছেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এসময় অশ্রুসিক্ত হয়ে বাবার জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে তার বাবাকে হত্যার বিচারের দাবি জানান তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে বাবার কবর জিয়ারত করেন মোমেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিজামীপুত্র। তিনি বলেন, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। তবেই বাবাসহ মিথ্যা অভিযোগে যাদের হত্যা করা হয়েছে সে সব শহীদদের আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ অনেককেই হত্যা করা হয়েছে। সেই তথাকথিত বিচারের সঙ্গে জড়িত সবার বিচার করতে হবে। এছাড়া মানবতাবিরোধীতার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ কিভাবে তদন্ত করা হয়েছে ও বিচার কাজে সাক্ষীদের ম্যানেজ করা হয়েছিল, এসবের সুষ্ঠু তদন্ত করতে হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে এদিন সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকায় এসে পৌঁছান তিনি। নেতাকর্মীরা বিশাল গাড়িবহর নিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পর নিজ উপজেলা সাঁথিয়ায় আসেন। এরপর দুপুর ১২টার দিকে প্রথমে বেড়া সিএন্ডবি মোড়ে একটি পথসভায় যোগ দেন নিজামীপুত্র। এসময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বেড়া উপজেলা জামায়াতের আমির ডা.আব্দুল বাছেদ, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।