রাজবাড়ীতে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় পাট্টা ইউনিয়নের বিলমন্ডপ গ্রামে মোছা. চামেলী বেগম (২৩) কে হত্যা করে বিষপানের আত্মহত্যার নাটক করার অভিযোগ উঠেছে তার স্বামী মো. রতন খায়ের (৩৫) বিরুদ্ধে। নিহত চামেলী বেগম রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের মো. আ. মালেক মন্ডলের মেয়ে।

স্থানীয়দের থেকে জানা যায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে বিলমন্ডপ গ্রামের মো. রতন খা নিজ বাড়ীতে মোছা. চামেলী বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ বরান্দায় এনে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা মর্মে চালিয়ে দিতে চেষ্টা করেন। তার স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে নিজেই শ্বশুড় বাড়িতে খবর দেয়।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) নিহতের ছোট বোন তাসলিমা বলেন, বিয়ের পর থেকে আমার বোনকে নির্যাতন করতেন বোনের স্বামী রতন খা। তিন বছর আগে একবার হত্যার উদ্দেশ্যে তাকে প্রচন্ড আঘাত করে। এরপর আমার বোন আমাদের বাড়িতে চলে আসে। কিছুদিন পর স্থানীয়রা শালিস করে আবার রতনের বাড়িতে আমার বোনকে পাঠিয়ে দেয়। শনিবার রাতে আমার বোন আত্মহত্যা করেছে বলে সন্দেহ হয়। পরে আমার বাবা বাদি হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, চামেলীর আত্মহত্যার বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ হয়। নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন। মামলাটি পাংশা থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন তদন্ত করছেন। আসামী মো. রতন খা রোববার দুপুরে আদালতে ১৬৪ ধারার জবানবন্দী দিয়েছেন। সে তার স্ত্রীকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

বিজ্ঞাপন