সিএমপির তিন থানায় নতুন ওসি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সিএমপির তিন থানায় নতুন ওসি/ছবি: সংগৃহীত

সিএমপির তিন থানায় নতুন ওসি/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় আরও ৩ জনকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, সিএমপির বিশেষ শাখার পরিদর্শক আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের পরিদর্শক পদে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপির পরিদর্শক রফিক আহমদকে ডবলমুরিং ও বাবুল আজাদকে পাহাড়তলী থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশে ৯ থানায় নয়জনকে ওসি পদে পদায়ন করা হয়েছিল।

গত ৯ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর থেকে জারি করা এক আদেশে সিএমপির ১৩ থানার ওসি একযোগে বদলি করা হয় এবং ১০ সেপ্টেম্বর আরেক আদেশে নগর পুলিশের ১৩ উপকমিশনার (ডিসি) ও দুই ওসি পদে রদবদল করা হয়।