বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ছবি: সংগৃহীত

বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ পাইলট ও কেবিন ক্রুগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সাফিকুর রহমান এবং পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মোঃ মতিউল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব), প্রধান উপদেষ্টার দফতরেরর নিকট হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।