২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীতে দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেল সাপ্তাহিক বন্ধের দিন বাদে ৬ দিন চলাচল করতো। এবার আগামী ২০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে সাপ্তাহিক ছুটির দিনেও চলবে মেট্রোরেল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) উপসচিব নাজমুল ইসলাম ভুইয়া বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

নাজমুল ইসলাম ভুইয়া বলেন, আমরা প্রিপারেশন (প্রস্তুতি) নিচ্ছি। আগমী শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকেই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চলাচলের প্রস্তুতি নিয়েছি।

এদিকে বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মতিঝিল মেট্রো স্টেশন অংশের রেল চলাচল বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের ট্রেন লাইনে কিছুটা টেকনিক্যাল সমস্যা হয়েছে ওটা রিপেয়ারিং কাজ চলছে।

বিজ্ঞাপন

কারিগরি ত্রুটি সমাধান করে মেট্রোরেল চলাচল কখন স্বাভাবিক হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রথমে বলেছিল ৩/৪ ঘণ্টা লাগবে। কিন্তু সময়তো আরও লাগিয়ে দিয়েছে। আমরা আশা করছি আজকেই সমাধান হয়ে যাবে।