চট্টগ্রামে টার্ফ দখল নিয়ে ছাত্রদলের দু'পক্ষে সংঘর্ষে নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় খেলার টার্ফ দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বিকেল ৫টার দিকে নগরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ দখল নিয়ে বিএনপির ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।