সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জে বৃষ্টিতে লাকড়ি ভেজা রক্ষা করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়ার দ্বীন ইসলাম(৪৫)।

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বজ্রপাতের ঘটনায় কৃষকের প্রাণ যায়।

স্থানীয় ইউপি সদস্য মো.কামাল হোসেন বলেন, সকালের দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে জমিতে শুকাতে দেয়া লাকড়ী তুলতে যান দ্বীন ইসলাম। বৃষ্টির সাথে বজ্রপাত হলে একটি বজ্র এসে দ্বীন ইসলামের উপর আঘাত আনে। সেখানেই মৃত্যু হয় তার।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউসার আলম বলেন, সকালের দিকে হঠাৎ বজ্র এবং বৃষ্টি শুরু হয়। এসময় হাওর থেকে লাকড়ী নিয়ে ফেরার পথে এক কৃষকের প্রাণ যায়। মরদেহ পরিবারের কাছেই আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।