বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে: তথ্য উপদেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরণের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোন বৈষম্য থাকবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকলের সহযোগীতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগীতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরী করে সুযোগ নিতে চায়, তাদের কোনভাবে সুযোগ দেয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।

এর আগে দীঘিনালার লারমা স্কয়ারে গেল বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তিনি।