খালেদা জিয়ার সঙ্গে সিনিয়র সাংবাদিক মুশফিকুলের সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এই সাংবাদিক।

বিজ্ঞাপন

খালেদ জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল আনসারী বলেন, উনি যে অসুস্থ আপনারা সবাই জানেন। আমি বাংলাদেশে এসেছি, দুই দিন পরে চলে যাব। তাই উনাকে দেখতে এসেছি।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে ধরে এই সাংবাদিক বলেন, আমি উনার খুব স্নেহধন্য ছিলাম। তাই কোনো রাজনৈতিক দল কিংবা সংস্থার প্রতিনিধি হয়ে নয়, ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছি।

বিজ্ঞাপন

খালেদ জিয়া অসুস্থ হলেও মানসিকভাবে তিনি খুব শক্ত আছেন বলে উল্লেখ করেন মুশফিকুল।