মেহেদি রাঙা হাত বাঁধা মরদেহ ভাসছিল তিস্তায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভাসছিল অজ্ঞাতপরিচয় এক যুবতীর (৩০) মরদেহ। তার মেহেদি রাঙা হাত পিছমোড়া করে বাঁধা ছিল।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে দেখে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে আছে এক যুবতীর মরদেহ। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উপস্থিত জনতা মরদেহের পরিচয় সনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

বিজ্ঞাপন

মরদেহের হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে আই লাভ ইউ। দুই হাত পিছন দিক থেকে ওড়না দিয়ে বাঁধা। মরদেহের মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।