হার্ট অ্যাটাক করে হাসপাতালে মান্না

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর পিজি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন। ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।

এদিকে, মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয়। সেসময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন।

কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে মান্নাকে হাসপাতালে পাঠানো হয়। সেসময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।