ডিএনসিসির বিল প্রদানের আগে নিরীক্ষা সম্পাদনের নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন বিল নথিগুলোর বিল প্রদানের আগে ডিএনসিসির নিরীক্ষা বিভাগ হতে প্রয়োজনীয় নিরীক্ষা কার্য সম্পাদনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে এই নির্দেশনা প্রদান করেছেন।

অফিস আদেশে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সরকারি অডিট দল কর্তৃক অডিট আপত্তির পরিমাণ কমানো, কাজের স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিল নথিগুলর বিল প্রদানের আগে ডিএনসিসির নিরীক্ষা বিভাগ হতে প্রয়োজনীয় নিরীক্ষা কার্যক্রম সম্পাদনা করে নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।