ভোলায় শিক্ষকদের মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

ভোলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেসরকারি স্কুল মাদরাসার শিক্ষা পরিবার এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা সম্পাদক শাফিয়া খাতুন, শিক্ষক সমিতির উপদেষ্টা আবু তাহের, বরিশাল বিভাগীয় শিক্ষক নেতা হাসান মিজানুর রহমান মিঠু, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আব্দুল্লাহ, ধনিয়া আলী মাদরাসার প্রভাষক মাওলানা আতাউর রহমান কামাল, সাংবাদিক নেতা ইউনুছ শরীফ, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ।

মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে শিক্ষকরা দাবি আদায়ের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।