চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবি রাকাব কর্মচারীদের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা চাকরি স্থায়ীকরণের পাশাপাশি আউটসোর্সিং নীতিমালা বাতিলের দাবি তোলেন। কর্মচারীরা দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখার দাবি জানান। কর্মসূচি শেষে ব্যাংকের প্রধান শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় এক হাজার কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনের কারণে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কর্মচারীরা অতিরিক্ত শ্রম দিলেও কোনো অতিরিক্ত পারিশ্রমিক পান না। এ কারণে তারা দ্রুত চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে রাকাবের কর্মচারী হুমায়ুন কবীর জিয়া, রবিউল ইসলাম, মো. রাসেল, লিটন কুমার সাহা, মোজাম্মেল হক, জিন্না ইসলাম, শফিকুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।