বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার পালে নতুন অতিথি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার পালে নতুন অতিথি

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার পালে নতুন অতিথি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে জেব্রার পালে নতুন দুই শাবকের জন্ম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর হঠাৎ করে জেব্রার পালে দুটি শাবক ঘুরতে দেখা যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে একই দৃশ্য চোখে পড়ে। পরে দ্রুত শাবকদের অন্যান্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে সাফারি পার্কে মোট জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদি। নতুন জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা ৩০টি।