শিল্পাঞ্চল আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, বন্ধ ১৯ কারখানা
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অধিকাংশ শিল্প কারখানা খোলা রয়েছে। সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে অন্তত ১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ ছুটি রয়েছে পাঁচটি কারখানায় এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৪টি কারখানা।
শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এছাড়াও অন্যান্য কিছু কারখানাও রয়েছে। এর বেশিরভাগই আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে বন্ধ রয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়াও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ১৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। সেগুলোও খুলে দেওয়া হবে। এছাড়া পাঁচটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যারমধ্যে চারটি ইপিজেডের। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর্থিক সঙ্কটের কারণে বন্ধ রয়েছে।’
শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১৮৬৩টি কলকারখানা রয়েছে। যার বেশিরভাগই পোশাক কারখানা।
বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা কার্যক্রম বন্ধ রেখেছিল। সবশেষ দেশে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসে গার্মেন্টস মালিক ও শ্রমিকপক্ষ। বৈঠকে ১৮টি দাবির বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিকপক্ষ। ঘোষণা করা হয় আজ থেকে সারা দেশের সব শিল্প কারখানা খুলে দেয়ার। এরই ধারাবাহিকতায় খুলে দেয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার সব কারখানা।
আশুলিয়া শিল্পাঞ্চলে আজ কর্মমুখর পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রিতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।