টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে বসতবাড়িতে: নিহত ১, আহত ১০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে বসতবাড়িতে

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে বসতবাড়িতে

টাঙ্গাইলের ভুঞাপু‌রে এস এস পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসতঘরের উপর প‌ড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হ‌য়। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও ১০ জন।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চলিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) উপজেলার কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মোড়ে ব্যবসা করতেন।

বাস উল্টে ক্ষতিগ্রস্ত হওয়া ঘরে থাকা শার‌মিন আক্তার ব‌লেন, আমরা ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। মুহূর্তেই ব্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের উপর গাছ পড়েছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘরের উপর গা‌ড়ির মাথা। এতে আমি আটকে পড়‌লে মানুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু সন্তানটা দূরে ছিল বিধায় দুর্ঘটনা হ‌তে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিল ‌সেই ঘ‌রও ভেঙে সে আহত হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় নিহত হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে রাখতে যায়। এ সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের উপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রে। এসময় প্রায় ১০ জন আহত হ‌য়ে‌ছে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হী দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও ছে‌লের বউ আহত হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ক‌রিম ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় এক বৃ‌দ্ধের মৃত্যু হ‌য়েছে। এছাড়া কয়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছে।