বরিশালে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্নের নির্মাণাধীন ড্রেন থেকে মোমেন সিকদার (৩৩) নামে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধারের করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোমেন সিকদার বরিশাল সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন আদম আলীহাজী মিয়ার গলির স্থানীয় বাসিন্দা বরিশাল সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ধলু মিয়ার ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ফজরের আজান দিলে স্থানীয়রা নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলে নির্মাণাধীন একটি ড্রেনের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি মডেল থানায় ফোন করে বিষয়টি অবহিত করে। এরপর থানা পুলিশসহ স্থানীয়রা মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরই-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, তারা ভোরবেলায় একটি মরদেহ ড্রেনে পরে থাকার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে শেরই-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট পাওয়া মাত্র মৃত্যুর কারণ বলা যাবে বলেও জানান তারা।