সাবেক এমপি এম এ আউয়াল গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেক সংসদ সদস্য এম এ আউয়াল ও নবকুমার। ছবি: সংগৃহীত

বেক সংসদ সদস্য এম এ আউয়াল ও নবকুমার। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানা এলাকার সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ কর্মকর্তা নবকুমারকেও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি। বুধবার (২৫ সেপ্টেম্বর) আদালতের আদেশে কলাবাগান থানায় আউয়ালসহ আরও কয়েকজনের নামে প্রতারণার একটি মামলা হয়। সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস কক্ষ থেকে বুধবার বিকেল ৫টায় সাবেক এমপি আউয়ালকে গ্রেফতার করা হয়। আওয়ালের সঙ্গে এই মামলার এজাহারনামীয় অপর এক আসামি হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ কর্মকর্তা নবকুমারকেও গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন