মানিকগঞ্জে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরের একটি টিনশেড ঘর থেকে ছয়টি ককটেল সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কয়েকজন উপজেলা চত্বরের পুরাতন মুক্তিযোদ্ধা টিনশেড পরিত্যাক্ত ঘরের জানালা দিয়ে ককটেল সদৃশ বস্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেডের ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন বলেন, "গত ৫ আগস্টের পর থেকে এ ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যে ঘরটি খোলা হয়নি। আজ দুপুরে উপজেলা সদর সংলগ্ন দাসকান্দি বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বাবু আমাকে টিনশেড ঘরটি খুলে দিতে বললে আমি খুলে দেই। পরে টেবিলে রাখা ৬টি ককটেল সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেই।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুমিন বলেন, স্থানীয়দের সহায়তায় উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধাদের পুরাতন টিনের ঘড় থেকে ৬টি ককটেল সদৃশ বস্ত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ টিমের সাথে আলাপ করে সেগুলো ধ্বংস করা হবে।