লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রমজান আলী (২০) নামের এ যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত রমজান আলী উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ড হাজি পাড়া গ্রামের মৃত ভেট্টা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী ময়ূরী আক্তার বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার স্বামী চিৎকার দিলে বাড়ির অন্যরাও ঘুম থেকে জেগে উঠেন। সারারাত যন্ত্রণায় কাতরিয়েছিল। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপের কামড় চিহ্নিত করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, বিষধর সাপের কামড়ে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ লাশের সুরতহাল শেষ করেন।