মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া এলাকায় পুরোনো একটি মৎস্য খামার থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয় কিছু লোক জিয়ারকান্দি পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত একটি মাছের খামারে কচুরিপানার মাঝে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, অনুমান করা হচ্ছে যুবকটির বয়স ২০-৩০ হবে। মরদেহের মাথা থেকে কোমর পর্যন্ত গলে গেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি। তবে পরিচয় শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।