বৃষ্টির পানি পরা নিয়ে ঝগড়া,  আহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘরের টিনের চালা থেকে বৃষ্টির পানি পরা নিয়ে ঝগড়ায় চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলার কারগাও ইউনিয়নের পাঁচলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

আহতরা কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে৷ এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে কটিয়াদী মডেল থানায়।

জানা যায়, পাঁচলীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও প্রতিবেশী আংগুর মিয়ার মধ্যে মাঝে মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়৷ শুক্রবার বৃষ্টিপাত হলে দেলোয়ারের ঘরের চালার পানি পরে আংগুরের জমিতে৷ এতে ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন দুজন৷ একপর্যায়ে আংগুর পক্ষের হামলায় দেলোয়ার পক্ষের চারজন আহত হন। আহতরা হলেন, মৃত সুন্দর আলীর ছেলে দেলুয়ার হোসেন (৬০) দেলুয়ার হোসেনের ছেলে মোঃ নয়ন মিয়া (৩৮) মাসুদ মিয়া (৩৭) এবং দেলোয়ার হোসেনের স্ত্রী শামসুন্নাহার (৫৫)।

অভিযুক্ত আংগুর মিয়া বলেন,আমাদের সীমানার মধ্যে তাদের চালার পানি পরে সবসময়ই। এবিষয়ে দেলোয়ারকে বলতে গেলেই ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করে। তাদের পরিবারই বাজে প্রকৃতির লোক৷

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।