সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রথম শ্রেণীর দুই সহপাঠী মারা গেছেন। এছাড়া বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বম্ভপুর উপজেলার পৃথক দুই স্থানে এই দুই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে উপজেলার রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুস মিয়া (৭) ও শক্তিয়ার খলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আরাফাত হাসান মেহেদী (৭)। দুজনই বিশ্বম্ভপুর আদর্শ স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

বিজ্ঞাপন

অপরদিকে, বজ্রপাতে নিহত হয়েছেন মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ১১ টার মধ্যে গোসল করতে যায় দুজন সহপাঠী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। ঘণ্টা খানেক পর একে একে দুজনের মৃতদেহ ভেসে ওঠে। অন্যদিকে দুপুর দেড়টার দিকে বাড়ির আঙিনায় বেড়া দেয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান এক কৃষক।

বিশ্বম্ভরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি করে কোন পালস পাইনি। ধারণা করছি রোগী ঘটনাস্থলেই মারা গেছেন।

বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম বলেন, খবর পাওয়ার পর দুটি স্থানেই আমাদের অফিসার পাঠিয়েছি। যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।