হাতীবান্ধায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

লালমনিরহাটে হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানে নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান বলেন, দুই দিন পর আগামী ৩০ সেপটেম্বর আমার ৩১ বছর চাকরি ও শিক্ষকতা জীবনের শেষ কর্ম দিবস। আমার এই শেষ সময়ের সুযোগ সন্ধানী আমারই সংযুক্ত বিএমটি শাখার কর্মরত কতিপয় শিক্ষক কর্মচারী তাদের কিছু অনৈতিক স্বার্থ জড়িত সুবিধা আদায়ের জন্য আমার কাছে দাবি করেছিল। সেই দাবি আমার দ্বারা পূরণ করা সম্ভব হয়নি। ব্যর্থ হয়ে তারা আমার দীর্ঘ ৩১ বছরের সুন্দর পরিপাটি জীবনে কলঙ্কের দাগ লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

এই প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করে আমাকে সমাজে, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় হেও প্রতিপন্ন এবং সম্মান ক্ষুন্ন করেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী, সাবেক শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।