যমুনার সামনে ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ/ছবি: বার্তা২৪.কম

৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ/ছবি: বার্তা২৪.কম

সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে ৫টি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা বাসভবনেরর সামনে অবস্থান নিলে তাদের ওপর চড়াও হয় পুলিশ।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে।

এসময় শিক্ষার্থীরা জানিয়েছেন তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপণ না নিয়ে অবস্থান ছাড়বেন না। আজকের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপণ জারি না করলে তাঁরা আন্দোলন বন্ধ করবেন না বলেও ঘোষণা দেন তারা।

এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।