লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের দূতাবাসের জরুরি বার্তা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। যুদ্ধে অবনতিশীল পরিস্থিতির কারণে আপাতত বৈরুতে বাংলাদেশ দূতাবাস কনস্যুলার ও কল্যাণ সেবা দিতে পারবে না। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি নোটিশে এই বার্তা জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে উদ্ভূত ক্রম অবনতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক-৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭- এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।
এছাড়া, অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের আবেদন গ্রহণ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।