কক্সবাজার আদালত থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে মামলার আসামি রোহিঙ্গা মামুন পালিয়ে গেছে।

বুধবার (২ অক্টোবর) সকালে উখিয়া থানার পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে যায়। মামুনকে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আটক করে আদালতে আনা হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মামুনকে ধরতে ব্যাপক অভিযান চলছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, মামুনকে প্রথমে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে আটক করা হয় এবং পরে আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়। তবে কোর্টের সেল ঘরে নেওয়ার পথে মামুন পালিয়ে যায়। তাকে দ্রুতই আটক করা হবে।