বিদ্যুৎ বিভাগের নতুন সচিব ফারজানা মমতাজ
ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস ১৩ ব্যাচের কর্মকর্তা ফারজানা মমতাজ বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা অনুবিভাগ) পদে কর্মরত রয়েছেন।
রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের বর্তমান সচিব হাবিবুর রহমান আগামী ৯ অক্টোবর অবসরে যাচ্ছেন। ১০ অক্টোবর থেকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মুঞ্জুর করা হয়েছে গত ৩ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হবেন ফারজানা মমতাজ।
২০২০ সালের নভেম্বরে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান মোঃ হাবিবুর রহমান। তার আগে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে প্রমোশন দিয়ে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগেই প্রমোশন পেয়ে সিনিয়র সচিব হন।