নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের প্রত্যাহার চায় বিএমএমওএ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালককে প্রত্যাহার চায় বিএমএমওএ

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালককে প্রত্যাহার চায় বিএমএমওএ

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলমকে প্রত্যাহার করে তার জায়গায় ‘স্বৈরাচারের দ্বারা নিগৃহীত’ মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে নিয়োগ প্রদান করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর আগ্রাবাদে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিএমএমওএ-এর সভাপতি সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মেহেরুল করিম, ক্যাপ্টেম মালেক, আতাউল্লাহ খান, আতিক উল্ল্যাহ প্রমুখ।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও ফ্যাসিবাদী প্রশাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশের নৌ-সেক্টর। ২০০৯ সালের মার্চ মাসে তৎকালীন মহাপরিচালক মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে জামায়াতে ইসলামী ট্যাগ লাগিয়ে নৌপরিবহন অধিদফতর মহাপরিচালক ও অজ্ঞাত মহলের নির্দেশনায় বিভিন্নভাবে দমন-পীড়ন ও কূটকৌশলের প্রয়োগ করে নৌ-সেক্টর ও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা হয়। কাজেই আমাদের দাবি, বর্তমান নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালককে অতিদ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে এই পদে স্বৈরাচারের দ্বারা নিগৃহীত মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে নিয়োগ প্রদান করতে হবে।’

নৌপরিবহন অধিদফতরের ডিজির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয় লিখিত বক্তব্যে। বলা হয়, ‘আইএমও কর্তৃক প্রবর্তিত প্রায় ৫০-এর অধিক মেরিটাইম কনভেনশনের কোনো জ্ঞান ছাড়াই মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বনে যাওয়া সব কাজের কাজী কমোডর মাকসুদ নৌ-বাণিজ্য অধিদফতরে পদোন্নতি যোগ্য ও নিয়োগযোগ্য প্রার্থী থাকা স্বত্বেও সরকারকে উপযুক্ত কোনো প্রার্থী নেই বলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। এছাড়া নৌ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ চিফ নটিক্যাল সার্ভেয়ার, চিফ ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার, নটিক্যাল সার্ভেয়ার ও ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার পদ মন্ত্রণালয়ের অনীহা স্বত্বেও মেরিনারদের বঞ্চিত করে ভিন্ন জায়গা থেকে অনুপযুক্ত লোক এনে পূরণ করার খেলায় মত্ত থাকেন। এতে বাংলাদেশের মেরিটাইম প্রশাসন আইএমওর প্রবর্তিত আইএমএসএএস অভিট পাস করতে পারবে না। ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্বে চলতে পারবে না। এতে মেরিনারদের বিশাল অংশ বেকার হয়ে পড়বে এবং দেশের সম্ভাবনাময় জাহাজ সেক্টরের মৃত্যু ঘটবে। তাই নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক দ্বারা অন্য সেক্টর থেকে অনুপযুক্ত লোক এনে মেরিন প্রশাসনকে ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে হবে এবং উপযুক্ত প্রার্থীদের পদোন্নতি ও নিয়োগ প্রদান করতে হবে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট নৌ বাহিনীর ক্যাপ্টেন আতিক তার পত্রের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আইএমওর এসটিসিডব্লউ কনভেনশনের বিধান লঙ্ঘন করে তিনি সকল একাডেমির কমান্ড্যান্ট ও প্রফেশনাল প্রশিক্ষকের পদ নৌ-বাহিনী দ্বারা পূরণ করার দাবি জানিয়েছেন। এতে করে বাংলাদেশ আইএমওর ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। মেরিনাররা হারাবে চাকরি এবং সেই সঙ্গে বাংলাদেশ হারাবে বিপুল বৈদেশিক মুদ্রা। তাই বরিশাল ও রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্টকে অতিদ্রুত প্রত্যাবর্তন করে ওই পদে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগসহ সকল প্রশিক্ষকের পদে নিয়োগবিধি মোতাবেক অতি সত্বর উপযুক্ত জনবল নিয়োগ প্রদান করতে হবে।’

চট্টগ্রাম বন্দরের মেম্বার (হারবার) পদে পদোন্নতিযোগ্য উপযুক্ত প্রার্থীকে পদোন্নতি দেয়ার মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার বিনাশ করার দাবিও জানান তারা।

বাংলাদেশের জাহাজ সেক্টরকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে নৌ সেক্টরের সংস্কার, পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনায় দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করা দক্ষ সিনিয়র মেরিনারদের সম্পৃক্ততা, অংশগ্রহণ ও পরামর্শ গ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয় লিখিত বক্তব্যে। বলা হয়, ‘তাহলেই দেশ গত ১৫ বছরে যত অযাচিত ও অলাভজনক প্রকল্প হতে মুক্তি পাবে। সেই সঙ্গে বর্তমান নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টাকে উল্লিখিত নৌ সেক্টরে সকল প্রশান্ত মহাসাগরীয় দুর্নীতির তদন্ত করতে হবে।’

বিএমএমওএ-এর কর্মকর্তারা জানান, শ্রম অধিদফতর, সমুদ্রগামী দেশি ও বিদেশি জাহাজে এবং স্থলে কর্মরত সকল বাংলাদেশি মেরিন অফিসারদের নিয়ে গঠিত একমাত্র ট্রেড ইউনিয়ন বিএমএমওএ। এটি বাংলাদেশি মেরিন অফিসারদের একমাত্র পেশাগত সংগঠন যেখানে প্রায় ১২ হাজারের অধিক বাংলাদেশি মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ারের প্রতিনিধিত্ব করে থাকে, যারা বিশ্ব বাণিজ্য পরিবহনে সর্বদাই সম্মুখ যোদ্ধা। বাংলাদেশের এই নাবিকরা দেশের জন্য বয়ে আনছেন প্রায় ৬৭০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ১৫ বছর ধরে মেরিন সেক্টরে নানাবিধ সমস্যার উদ্ভব হয়েছে, যা বিভিন্ন সময়ে একাধিকবার পত্র প্রেরণ, সরাসরি সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন, পত্রিকা ও ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যমের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনা হয়। কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এখনও কার্যকরভাবে সমাধান হয়নি।